প্রবাসী আয় বেড়েছে ২ বিলিয়ন ডলার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০১/২০১৯ , ৫:৫২ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও শিল্প

এক বছরের ব্যবধানে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে ২ বিলিয়ন মার্কিন ডলার। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হুন্ডির কারণে মাঝখানে রেমিট্যান্সের পরিমাণ কমে গিয়েছিল। নানামুখী পদক্ষেপের কারণে হুন্ডি কমে আসায় রেমিট্যান্স বেড়েছে বলেই মন্তব্য করেন তিনি।
সূত্র জানায়, সদ্য শেষ হওয়া ২০১৮ সালে ডিসেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১২ কোটি ৩ লাখ ডলার।
২০১৮ সালের জানুয়ারি মাসে এসেছে ১৩৭ কোটি ৯৮ লাখ ডলারের রেমিট্যান্স। এছাড়া অন্যান্য মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসে এসেছে ১১৪ কোটি ৯১ লাখ ডলার, মার্চ মাসে এসেছে ১২৯ কোটি ৯৮ লাখ ডলার, এপ্রিল মাসে এসেছে ১৩৩ কোটি ১৩ লাখ ডলার, মে মাসে এসেছে ১৫০ কোটি ৫০ লাখ ডলার, জুন মাসে এসেছে ১৩৮ কোটি ৪৪ লাখ ডলার, জুলাই মাসে এসেছে ১৩১ কোটি ৮২ লাখ ডলার, আগস্ট মাসে এসেছে ১৪১ কোটি ১১ লাখ ডলার, সেপ্টেম্বর মাসে এসেছে ১১৩ কোটি ৯৭ লাখ ডলার, অক্টোবর মাসে এসেছে ১২৩ কোটি ৯১ লাখ ডলার এবং নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১১৮ কোটি ৪ লাখ ডলারের রেমিট্যান্স।
২০১৭ সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে এসেছে যথাক্রমে ১০০ কোটি ৯৫ লাখ ডলার, ৯৪ কোটি ৭ লাখ ডলার, ১০৭ কোটি ৭৫ লাখ ডলার, ১০৯ কোটি ২৬ লাখ ডলার, ১২৬ কোটি ৭৬ লাখ ডলার ও ১২১ কোটি ৪৬ লাখ ডলার।
অপরদিকে একই বছরের জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ১১১ কোটি ৫৬ লাখ ডলার, আগস্ট মাসে পাঠিয়েছেন ১৪১ কোটি ৮৬ লাখ ডলার, সেপ্টেম্বর মাসে পাঠিয়েছেন ৮৫ কোটি ৬৭ লাখ ডলার, অক্টোবর মাসে পাঠিয়েছেন ১১৬ কোটি ২৮ লাখ ডলার, নভেম্বর মাসে পাঠিয়েছেন ১২১ কোটি ৪৮ লাখ ডলার এবং ডিসেম্বর মাসে এসেছে ১১৬ কোটি ৩৮ লাখ ডলারের রেমিট্যান্স।