আন্তর্জাতিক
থার্টি ফার্স্ট নাইটে মাতাল হয়ে ২ শিশুসন্তানকে হত্যা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০১/০১/২০১৯ , ১১:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক
থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপানে মাতাল হয়ে নিজের দুই শিশুসহ ছয়জনকে গুলি করে হত্যা করেছে থাইল্যান্ডের এক নাগরিক। একই ঘটনায় বাকি চার নিহতরা হলেন তার শ্বশুরবাড়ির সদস্য।এনডিটিভি জানায়, দক্ষিণ চাম্ফোনের সাচেপ সনসাং শ্বশুরবাড়ীর সদস্যদের সঙ্গে থার্টি ফার্স্ট পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন ক্লাবে। সেখানে অতিরিক্ত মদ পান করে মাতাল হয়ে পড়েন, এক পর্যায়ে টেবিলে বসে থাকা সবার ওপরে গুলি চালান তিনি।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, এক টেবিলেই নিহতদের সঙ্গে ছিল সাচেপের দুই ছেলেমেয়েও। যাদের একজনের বয়স ৯ এবং আরেকজনের বয়স ৬ বছর। টেবিলে বসে থাকা অবস্থাতেই পকেট থেকে পিস্তল বের করে গুলি চালান সাচেপ। এতে এ দুই শিশুও নিহত হয়।

পুলিশ জানায়, নিহত প্রত্যেকের মাথায় এবং ঘাড়ে গুলি করা হয়েছে। শ্বশুরবাড়ির লোকেরা তাকে ঠিকমতো অভ্যর্থনা না জানানোর অপমানিতবোধ থেকে ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটনা তিনি।
নিহতদের মধ্যে দুই ব্যক্তি এবং দুই নারী ছিলেন। যাদের প্রত্যেকের বয়স ৪৭ থেকে ৭১-এর মধ্যে জানতে পেরেছে পুলিশ।
Comments
comments