চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ ছিনতাইকারী আটক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০১/০১/২০১৯ , ৭:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,চটগ্রাম বিভাগ,বিভাগীয় সংবাদ

চট্টগ্রামে মো. শাহাদাত হোসেন প্রকাশ সাজ্জাদ (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানাধীন জুবিলি রোড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মো. ইসমাইলের পুত্র। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন জানান, থার্টিফার্স্ট নাইটকে ঘিরে নিরাপত্তার জন্য চট্টগ্রাম মহানগরীতে পুলিশের তল্লাশি চলছিল, ভোরে নগরীর জুবিলি রোড থেকে সাজ্জাদকে একটি এলজি, দুইটি গুলি ও একটি মোবাইল সেটসহ গ্রেপ্তার করা হয়।