ধানের শীষ প্রতীকে বিজয়ী হলেন যে নেতারা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ৩১/১২/২০১৮ , ৫:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: প্রধান সংবাদ,রাজনীতি

নির্বাচনে পাঁচ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের ধানের শীষের প্রার্থীরা।
আগারগাঁওস্থ নির্বাচন ভবন চত্ত্বরে সোমবার ভোর চারটার দিকে দল ভিত্তিক ফলাফলা ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফল ঘোষণা করেন তিনি।
ইসি সচিব বলেন, প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি আসনের ভোটা স্থগিত করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া আরেকটি আসন ব্রাহ্মণবাড়িয়াতে সেটির তিনটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় ২৯৮টি আসনের ফলাফলা ঘোষণা করা হয়।