শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মোদি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ৩১/১২/২০১৮ , ১১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ,রাজনীতি

টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেলিফোনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে তাঁর দল বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব এহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাম মাদব ওবায়দুল কাদেরকে ফোন দিয়ে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এছাড়াও আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে এক সঙ্গে কাজ করার কথা জানান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। ঘোষিত ২৯৮ টি আসনের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পায় ২৮৮টি আসন। বিরোধী ঐক্যফ্রন্ট পায় ৭টি এবং ৩টি আসনে বিজয়ী হয় স্বতন্ত্র প্রার্থী।