সালমান এফ রহমান জয়ী
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ৩১/১২/২০১৮ , ১২:০০ পূর্বাহ্ণ | বিভাগ: ঢাকা বিভাগ,বিভাগীয় সংবাদ,রাজনীতি

ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সালমান এফ রহমান। তিনি ভোট পেয়েছেন ৩,০২৯৯৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন ৩৭,৭৩৩ ভোট। গতকাল সকাল সোয়া ৮টায় দোহার উপজেলার শাইনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন সালমান এফ রহমান। ভোট শেষে সাংবাদিকদের বলেন, জননেত্রী শেখ হাসিনা গত ১০ বছরে বাংলাদেশের যে উন্নয়ন করেছে ভোটাররা কিন্তু সেই উন্নয়ন ধরে রাখতে চায়। ভবিষ্যতে যাতে উন্নয়ন হয় তার জন্য আমার মনে হয় সবাই নৌকা মার্কায় ভোট দেবে। আমি অনেক আশাবাদী। ইনশআল্লাহ আমি জয়ী হবো। এরপর তিনি দোহার-নবাবগঞ্জের গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন।।