মুম্বাইতে আইসিইউতে শ্লীলতাহানির শিকার কিশোরী
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৬/১২/২০১৮ , ৭:৫৪ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক,উপমহাদেশ,নারী ও শিশু

আইসিইউতে যৌন নির্যাতনের শিকার হলেন ১০ বছর বয়সী এক কিশোরী। ভয়ানক এই ঘটনাটি ঘটে ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি হাসপাতালে।
হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন ওই কিশোরী। সেখানেই গত শুক্রবার রাত একটা নাগাদ সকলের অনুপস্থিতির সুযোগ নিয়ে কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করেন দীনেশ কালী নামের এক ব্যক্তি। দীনেশ ওই হাসপাতালে পরচ্ছিন্নতাকর্মী হিসেবে কাজ করেন।
ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, প্রথমে কিশোরীর হাত বেঁধে ফেলেন দীনেশ। তারপর তার শরীরের নানা জায়গায় হাত দিচ্ছিলেন। তাকে দেখতে পেয়ে পাশের বেডে ভর্তি এক রোগী অ্যালার্ম বাজায়। এসময় দীনেশ মারমুখী হয়ে ওঠেন। তাকে ভয় দেখাতে থাকেন। ততক্ষণে কিশোরীও উঠে যান। তার চিৎকারে নিরাপত্তারক্ষীরা ছুটে এসে দীনেশকে ধরে ফেলেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পুলিশের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় তার মামলা করেছে পুলিশ।