নতুন বছরের শাকিবের উপহার ‘শাহেনশাহ’
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৯/১২/২০১৮ , ৯:২৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন

ঢাকা : দুই নায়িকার ‘শাহেনশাহ’তে পর্দা কাঁপানো অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান। সিনেমাতে শাহেনশাহ’র দুই নায়িকা হলেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত।
পরিচালক শামীম আহমেদ রনি জানান, গাজীপুরের পুবাইলে বুধবার (১৯ ডিসেম্বর) শেষ দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান।
তিনি আরও জানান, আজ ছবির গল্পের দৃশ্যায়ন শেষে হচ্ছে। থাইল্যান্ডে একটি গানের কাজ শেষ হয়েছে আগেই। আর ৩ টি গানের দৃশ্যায়ন বাকি থাকছে। ২৪ তারিখ থেকে ওই গানগুলোর কাজ শুরু হবে।
ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটি নতুন বছরের শুরুতে মুক্তি পেয়ে প্রেক্ষাগৃহ মাত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিচালক। সেপর্যন্ত অপেক্ষা।