আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, ভোর ৫:২০
সর্বশেষ সংবাদ
শিক্ষাঙ্গন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


পোস্ট করেছেন: online desk2 | প্রকাশিত হয়েছে: ০৮/১২/২০১৮ , ১০:৫৯ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষাঙ্গন


নিজস্ব প্রতিনিধি

সিরাজগঞ্জ শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (স্নাতক) সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল শনিবার বিকেলে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.বিশ্বজিৎ ঘোষ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, রেজিস্ট্রার মোঃ সোহরাব, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৮ডিসেম্বর (শনিবার) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত ৩টি অনুষদের ভর্তি পরীক্ষায় কোন অনিয়ম বা জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি।

ভর্তি পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত তথ্যবলি বিশ্ববিদ্যালয়ের (www.rub.ac.bd) ওয়েবসাইটে জানানো হবে।

 

Comments

comments