শীতার্তদের প্রতি মানবতার হাত বাড়ালো ‘নির্ভয়’
পোস্ট করেছেন: online desk2 | প্রকাশিত হয়েছে: ০৮/১২/২০১৮ , ৯:৪২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,ময়মনসিংহ বিভাগ,শিক্ষাঙ্গন


আরিফুল ইসলাম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘নির্ভয়’ এর উদ্যোগে মানবতায় ‘নির্ভয়’ শিরোনামে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আজ ৮ই ডিসেম্বর(শনিবার) সম্পন্ন হয়েছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার আব্দুর রেজ্জাক এর সহযোগিতায় প্রায় ৬০টি অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল ও অন্যান্য গরম কাপড় বিতরণ করে সংগঠনের স্বেচ্ছাসেবকগণ। এই কার্যক্রমে নির্ভয় এর প্রতিষ্ঠাতা সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
লাঠি হাতে শীতবস্ত্র সংগ্রহ করতে আসা বৃদ্ধা শুক্কুরি বেগম এক স্বেচ্ছাসেবকের মাথায় হাত বুলিয়ে আপ্লুত হয়ে পড়েন। তিনি কান্নাজড়িত গলায় বলেন, “বাজান(বাবা) তোমরা আমারে কম্বল দিলা,আল্লায়(আল্লাহ্) তোমাগো (তোমাদের) ভাল করুক”।
শীতবস্ত্র বিতরণ করতে আসা স্বেচ্ছাসেবক তরী সাহা জানান, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিছু মানুষের সহযোগিতায় আজকের প্রোগ্রাম টি আয়োজন করেছি। আশা করছি আবারো শীতবস্ত্র বিতরণের অন্য একটি প্রোগ্রাম আয়োজন করতে পারব।
উল্লেখ্য স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয় এক বছর ধরে শিশুশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রেখে চলেছে।