কাজী হায়াৎ এর সিনেমায় শাকিব খানের বিপরীতে জুটি বাঁধতে যাচ্ছেন মৌমিতা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৭/১১/২০১৮ , ৮:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন

দেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। ছবি পরিচালনার দক্ষতা ও সুনামের ফলে দেশ-বিদেশে সমাদৃত হয়েছেন তিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি পেয়েছেন ব্যাপক সাফল্য । ইতোমধ্যে গুণী এই পরিচালক তাঁর নির্মিত ৫০তম চলচ্চিত্র পূর্ণ করতে যাচ্ছেন। ৫০তম চলচ্চিত্রর নাম দিয়েছেন ‘বীর’ ।
আর এই ছবিতে প্রযোজক মোহাম্মদ ইকবালের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। ছবিটিতে প্রধান চরিত্রে ও অভিনয় করবেন তিনি। ‘বীর’ শিরোনামের এই ছবিটিতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা মৌমিতা মৌ। এ ছবিতে শাকিব খানের বিপরীতে জুটি বাঁধতে যাচ্ছেন মৌমিতা।
এ প্রসঙ্গে মৌমিতা বলেন, একজন গুণী নির্মাতা এবং শীর্ষ নায়কের সাথে কাজ করতে যাচ্ছি এটা সত্যি আনন্দের। ছবির গল্পও পছন্দ হয়েছে। আগামী বছরের শুরুতেই ছবির শুটিং শুরু হবে।
প্রসঙ্গত, মৌমিতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘অন্তর জ্বালা। এছাড়াও ‘তোলপাড়’ ও ‘রাগী’ সিনেমা দুটির কাজ শেষ পর্যায়ে। তাছাড়া অন্ধকার জগত ছবিটি মুক্তির অপেক্ষায়।