আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, ভোর ৫:৪৯
সর্বশেষ সংবাদ
শিক্ষাঙ্গন ছয় বছর পর নতুন কমিটি পেল ডিবেটিং সোসাইটি

ছয় বছর পর নতুন কমিটি পেল ডিবেটিং সোসাইটি


পোস্ট করেছেন: online desk2 | প্রকাশিত হয়েছে: ২৭/১১/২০১৮ , ১:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষাঙ্গন


জাককানইবি সংবাদদাতা:

দীর্ঘ ছয় বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি পেয়েছে নতুন কমিটি।  ফিরোজ আহমেদকে ভাইস প্রেসিডেন্ট এবং মো: রাশেদ খানকে জেনারেল সেক্রেটারি করে নতুন এই কমিটি গঠন করা হয়।

ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান এবং ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট ও পরিচালক( ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো: সাহাবউদ্দিনের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য উক্ত কমিটি গঠন করা হয়েছে ।

নবগঠিত কমিটিতে ডিবেটিং সোসাইটির সদস্যদের প্রতক্ষ ভোটে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফিরোজ আহমেদ এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষবর্ষের মো: রাশেদ খান।

এছাড়াও অর্গানাইজিং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আইন ও বিচার বিভাগের ইফফাত জাহান কলি, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আবীর মোদক, ইইই বিভাগের তানজিনা নাসরিন জেবিন এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের এমএম আবু হাইসাম হিমেল। পাবলিসিটি সেক্রেটারি মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের রায়হান সরকার রাকিন, অফিস সেক্রেটারি ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শফিকুল আলম বাপ্পি এবং লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের মো: রাহাত তালুকদার। এছাড়াও ডিবেটিং সোসাইটির কমিটি গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২ বছরের জন্য মডারেটর হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহাদুজ্জামান মো: শিবলী।

বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অনুরাগীরা মনে করছেন নতুন এই নেতৃত্বের হাত ধরেই এগিয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্ক চর্চা এবং আগ্রহী বিতার্কিকগণ পাবেন বিতর্কের একটি শক্তিশালী ভিত্তি।

Comments

comments