গোলাপ হাতে ধন্যবাদ!!
পোস্ট করেছেন: online desk2 | প্রকাশিত হয়েছে: ২৪/১১/২০১৮ , ৫:২০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,ফিচার,বিশেষ প্রতিবেদন,ময়মনসিংহ বিভাগ


ময়মনসিংহ থেকে ছবি এবং লেখা পাঠিয়েছেন আরিফুল ইসলামঃ
সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী, শ্রমজীবী মানুষকে ধন্যবাদ জানাতে ফুল হাতে দেখা রাস্তায় দেখা যায় ময়মনসিংহের একদল তরুণ-তরুণীদের।
দেশব্যাপী “গ্রেট কাইন্ডনেস চ্যালেঞ্জ-২০১৮” প্রোগ্রামের অংশ হিসেবে ২১শে নভেম্বর রাত থেকে শুরু করে ২২শে নভেম্বর রাত পর্যন্ত ময়মনসিংহ জেলার বিভিন্ন স্তরের পেশাজীবী, শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানান ভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি) ময়মনসিংহ জেলার স্বেচ্ছাসেবকগণ।

ছবি-১: ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতাকর্মীদের ধন্যবাদ জানাতে মাঝরাতে রাস্তায় নামে ভিবিডি ময়মনসিংহ জেলার ভলান্টিয়ারগণ।
ছবি-2: ময়মনসিংহ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসা একদল তরুণ-তরুণী।
ছবি-3: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সাথে কথা বলছেন ভিবিডি ময়মনসিংহ জেলার একজন ভলান্টিয়ার।
ছবি-4: প্রোগ্রামের স্লোগান সম্বলিত ব্যাজ হাতে একজন তরুণী।
ছবি-৫ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর উপাচার্যের সাথে শুভেচ্ছা বিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন।
ছবি-৬ অতিরিক্ত ডিআইজি (ময়মনসিংহ রেঞ্জ) কে ফুলেল শুভেচ্ছা জানান জেলার একজন ভলান্টিয়ার।
ছবি-৭ আনন্দমোহন কলেজের অধ্যক্ষ কে ধন্যবাদ জ্ঞাপন করে ফুলেল শুভেচ্ছা জানান একদল ভলান্টিয়ার।
ছবি-৮ গোলাপ হাতে রাস্তায় ভলান্টিয়ারগণ।
ছবি-৯ অতিরিক্ত জেলা প্রশাসক, ময়মনসিংহ এর কার্যালয়ে ভলান্টিয়ারদের ধন্যবাদ প্রদান কার্যক্রম।
ছবি-১০ ময়মনসিংহের ত্রিশাল থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের নিঃস্বার্থ সেবার প্রতি সম্মান জানাতে ধন্যবাদসূচক কার্ড ও ফুলেল শুভেচ্ছা জানান ভলান্টিয়ারগণ।
ছবি-১১ অগ্নিকান্ড সহ যেকোন বিপর্যয়ে তাৎক্ষণিক ছুটে আসা নির্ভীক সেনানী ফায়ার সার্ভিস কর্মীকে তাদের সেবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
ছবি-১২ ভলান্টিয়ারদের মহানুভবতা থেকে বাদ পড়েনি সমাজের নিচু শ্রেণি হিসেবে খ্যাত মুচি ও।
প্রোগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, ট্রাফিক পুলিশ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, এডিশনাল ডিআইজি, অতিরিক্ত জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস, সুইপার, ময়মনসিংহ প্রেসক্লাব, নজরুল বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ি, ত্রিশাল থানা, সহকারী পুলিশ সুপার, জাককানইবির বিভিন্ন পয়েন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য সহ সমাজের অন্যান্য পেশার মানুষকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ধন্যবাদ সম্বলিত কার্ডের মাধ্যমে তাদের কাজের প্রতি সম্মান প্রদর্শন করেন। এসময় ভিবিডি ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবকদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে অনেকেই আপ্লুত হয়ে পড়েন এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।