সাকিব-তাইজুলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৪/১১/২০১৮ , ১১:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা,প্রধান সংবাদ

জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। শুরুতেই সাকিব আল হাসানের পর জোড়া আঘাত হেনেছেন তাইজুল ইসলামও। যে কারণে মাত্র ১১ রানে চার উইকেট হারিয়েছে দলটি। আউট হয়েছেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান কাইরন পাওয়েল, শাই হোপ, ক্রেইগ ব্র্যাথওয়েট ও রোস্টন চেজ। চারজনের কেউই দুই অঙ্ক ছূঁতে পারেননি। এই বিপর্যস্ত অবস্থা নিয়েই মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে দলটি।
এর আগে চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭৮ রানের লিড নিয়ে খেলতে নামা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৫ রানে অলআউট হয়। তাই সফরকারীদের সামনে জয়ের জন্য এই লক্ষ্য নির্ধারিত হয়।