নির্বাচনের সময় সংসদ ভাঙবে না : আইনমন্ত্রী
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০৯/২০১৮ , ৫:০২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমান সংসদ ভাঙবে না। সংসদের কার্যকাল পর্যন্ত এই সংসদ চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
এসময় তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর যে সংসদ অধিবেশন ডেকেছেন সেটা হবে এই সংসদের শেষ অধিবেশন। নির্বাচনকালীন সরকার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন।
নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে, জানতে চাইলে মন্ত্রী জানান, এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব। তাই নির্বাচনকালীন সরকারের আকার উনিই (প্রধানমন্ত্রী) জানেন। কেননা, সংবিধান অনুযায়ী এটা উনার দায়িত্ব।