হাতীবান্ধায় মাদক বিরোধী দিবস পালিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৬/০৬/২০১৮ , ১২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রিরোধী আন্তজার্তিক বিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি গোটা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাকতুফা ওয়াসিম বেলী, ওসি সুমন কুমার মহন্ত, পিআইও ফেরদৌস আহম্মেদ, হাতীবান্ধা এস এস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল।