১৮১ কেন্দ্রের ফল : নৌকা ২০৭৫১৮, ধানের শীষ ৯০৬০০
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৬/০৬/২০১৮ , ৯:১৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ,রাজনীতি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮১টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ২,০৭,৫১৮ ভোট। অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০,৬০০ ভোট।
রিটার্নিং কর্মকর্তার ফল ঘোষণার আগেই বিভিন্ন উৎস থেকে কেন্দ্র ভিত্তিক এসব ফল পাওয়া গেছে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২৫টি। এর মধ্যে নানা অনিয়মের কারণে সাতটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী।