ভাল থাকবার উপায়
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৫/০৬/২০১৮ , ৭:০১ অপরাহ্ণ | বিভাগ: ফেসবুক থেকে

অনেকে বলেন, যায়-দিন ভাল, আসে-দিন খারাপ। এখন যে দিনকাল পড়েছে, তাতে দিন যে আরো পড়ে যাবে, নিশ্চিত করে বলা যায়। তারপরও ভাল থাকতে হবে। খারাপ থাকার ভেতরের ফাকফোকর দিয়ে বাইন মাছের মতোন জীবন নিয়ে বেরিয়ে যেতে হবে। কৌশলী হতে হবে। বইপত্র ঘেঁটে কিছু কৌশল পেয়েছি। সেগুলোই লিখছি।
◉ উপদেশ দেবেন না। এটা সবার পেটে সয় না। শত্রুও তৈরি হয়। (দুঃখিত, এই লেখাটিও কিঞ্চিত উপদেশমূলক।)
◉ সবাইকে বলবেন, সবকিছুতেই আছি। কিন্তু কিছুতেই থাকবেন না। সবার সবকিছুতে থাকা সম্ভব না।
◉ বিরূপ পরিস্থিতি হলেও সমাজে মিলেমিশে থাকুন, কিন্তু সে-মেশামেশি চিনিতে বালিতে মেশামেশির মতো যেন হয়।
◉ এই সমাজে সবাই চায়, এমনকি একটি শিশুও চায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকতে। তাই সবার ব্যাপারেই উৎসাহ দেখান, কিন্তু নকল উৎসাহ।
◉ সব শুনবেন, দরকারিটা মনে রাখবেন, অদরকারিটা ফেলে দিন।
◉ শরীর খারাপ বা ১০৬ ডিগ্রি জ্বর নিয়েও সবাইকে বলুন খুব ভাল আছেন।
◉ যে যার, সে তার।
◉ কেউ নাচাতে চাইলেই নাচবেন না। ভাবখানা এমন দেখান— এই নাচলাম কিন্তুক। আসলে নাচবেন না। ভান করবেন।
◉ যে কোনো রান্নারই প্রশংসা করুন। তরকারিতে এক কেজি নুন দেওয়া থাকলেও বলুন, ওয়াও! ওয়াও! সাবধান, নুনের ঝাঝে কখনো ওয়া, ওয়া করবেন না।
◉ রাগ-মান অভিমান থাকতে নেই। ঝেড়ে ফেলুন। এ যুগে যেখানে একমাত্র জীবন বাঁচানোই কঠিন, সেখানে মান-অভিমান করা বিলাসিতা।
◉ অন্যের কাজের ভুল ধরবেন না। কারুর মাথায় কাকের বিষ্ঠা থাকুক, বলুন দারুন লাগছে। বিষ্ঠায় খারাপ দেখাচ্ছে, এমন বললে শত্রু হবেন।
◉ নিজেকে মনে করুন ভেজা তোয়ালে। ঝুলে থাকুন রোদের তারে। কেউ মুখ মুছবে, কেউবা মুছবে তার জুতা।
◉ শ্রম দিতে থাকুন আপ্রাণ। মনে করুন আপনি একজন ঢেঁকি। ধান ভানাই আপনার কাজ।
এভাবেই ভাল থাকুন। শান্তিপূর্ণ পরিবেশের জন্য ভাল থাকাটার দরকার আছে।
রম্য লেখাটি লিখেছেন– লুৎফর রহমান হিমেল