জেলা সংবাদ,
বিভাগীয় সংবাদ,
রংপুর বিভাগ
কুড়িগ্রামে ঝুলন্ত নব-দম্পত্তির লাশ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের পৌরসভা এলাকার হরিকেশ মধ্যপাড়া গ্রাম থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় এক নব দম্পত্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে হরিকেশ মধ্যপাড়া এলাকায় নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— মিলন (২০) ও মনিষা বানু (১৭)।
জানা গেছে, ওই এলাকার বেলাল হোসেনের ছেলে মিলনের সাথে একই এলাকার আইয়ুব আলীর মেয়ে মনিষার সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক মাস আগে বিয়ে হয়। মঙ্গলবার রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। বুধবার দুপুর পর্যন্ত তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা দরজা ভেঙে তাদের একই রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. মাহফুজার রহমান জানান, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এমনটি হতে পারে।
Comments
comments