সাংবাদিক মঈনুল আলমের দাফন সম্পন্ন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২০/০৬/২০১৮ , ১২:০০ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাস

কানাডা প্রতিনিধি: প্রবীন সাংবাদিক মঈনুল আলমের দাফন সম্পন্ন হয়েছে। আজ স্থানীয় সময় বাদ জোহর টরন্টোস্থ নাগেট মসজিদে জানাজা নামাজ শেষে তাঁকে পিকারী গোরস্থানে দাফন করা হয়।
মঈনুল আলম ১৮ জুন টরোন্টোর স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা স্কার্বো জেনারেল হাসপাতালে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন)। মৃত্যুর আগে তাঁর ক্যান্সার ধরা পরে বলে ডাক্তারেরা জানান। মঈনুল আলম ১৯৯৫ সাল থেকে স্বপরিবারে কানাডায় বসবাস করছিলেন। তাঁর স্ত্রী নার্গিস আলম একজন খ্যাতিমান সেতার শিল্পী। তাঁর একাধিক গ্রন্থ রয়েছে। তার মধ্যে ‘রক্তঋণ’ অন্যতম। তাঁর বাবা মাহবুবুল আলমও ছিলেন একজন লব্ধ প্রতিষ্ঠিত সাংবাদিক এবং লেখক।
চট্রগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মঈনুল আলম ছিলেন এক জন সৌখিন চিত্রশিল্পী এবং আলোকচিত্রী। দেশে-বিদেশে তাঁর বেশ ক’টি চিত্র প্রদর্শনী হয়েছে। তিনি দীর্ঘ ৩৫ বছর দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন পত্র পত্রিকায় সাংবাদিকতা করেন।