শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৯/০৬/২০১৮ , ৫:০৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

ফারুক হাসান কাহার, শাহজাদপুর ( সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মঙ্গলবার বিকেলে ট্রাক-সিএনজি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৩ যাত্রী আহত হয়েছে। নিহত জুলহাস (৩৫) সিএনজি চালক। সে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাঁচামারা গ্রামের রানা আলীর ছেলে। আহতরা হলেন, তুলি বেগম (৩৩),মুজিদা খাতুন (৫০) ও ইমরান (২০)। এদের সবার বাড়ি শাহজাদপুর পৌর সদরের শক্তিপুর গ্রামে । শাহজাদপুর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান,এ দিন বিকেল সাড়ে ৩টায় শাহজাদপুর থেকে তালগাছিগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা পাবনা ঢাকা মহাসড়কের মশিপুর নামক স্থানে পৌছানো মাত্র বিপরিত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাক ( ঢাকা মেট্রো – ট -১১- ০৩০৬) মুখোমুখি সংর্ঘসে ঘটনা¯ স্থলেই অটোরিক্সার চালক জেলহক (৩৫) নিহত হয়েছে । খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস আহতদের প্রথমে শাহজাদপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয় । সিরাজগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি আটক করেছে ।