কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ পথ: লঞ্চ-স্পিডবোট সাময়িক বন্ধ, বিপাকে যাত্রীরা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৯/০৬/২০১৮ , ১০:০০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ পথে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা দিকে বৈরি আবহাওয়ার কারণে চলাচল বন্ধ করা হয়। এদিকে বিপাকে পড়ছেন যাত্রীরা।
কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, আকাশে প্রচণ্ড মেঘ করে মঙ্গলবার সকালে। সকাল সাড়ে ৮টা থেকে বাতাস শুরু হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়।
এদিকে বৈরি আবহাওয়ার কারণে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ঘাটে ঈদের ছুটি শেষে কর্মস্থলগামী যাত্রীদের ভিড় বাড়ছে। ফলে বিপাকে পড়েছেন তারা। তাদের বলা হয়েছে আবহাওয়া স্বাভাবিক হলেই লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হবে।