নবীগঞ্জে কুশিয়ারা নদীর দুটি বাধ ভেঙ্গে বন্যায় ভাসছে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়ন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৯/০৬/২০১৮ , ৭:০১ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে নবীগঞ্জের কুশিয়ারা ডাইকের উমরপুর ও কসবা গ্রামের বাধ ভেঙ্গে নদীর তীরবর্তী ইনাতগঞ্জ ইউনিয়নের দিগীরপাড়, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ী, লালাপুর, মোস্তফাপুর, তপথিবাগ,পাঠানহাটি, মনসুরপুর,বাউরকাপন, লতিবপুর, নোয়াগাঁও, প্রজাতপুর, দক্ষিণগ্রাম, কইখাই, উমরপুর ও দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক, জামারগাঁও, রাধাপুর, বড়পেছি বাজার, ফাদুল্লা, কুমারকাদা, কসবা,চরগাঁও, মথুরাপুর, মাধবপুর, গালিমপুরসহ প্রায় ৩৫টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
এর ফলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর ও রাস্তা ঘাট। বিপাকে পড়েছেন মানুষ গবাদি পশু ও হাঁস মোরগ নিয়ে। তাছাড়া শতশত পুকুর ও মৎস্য খামার বন্যার পানিতে মিশে গিয়ে বেড়িয়ে গেছে লক্ষ লক্ষ টাকার মাছ । রাস্তা-ঘাট ও বিদ্যালয় তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। তাছাড়া দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। অনেকেই বাড়িঘর ফেলে আশ্রয় নিয়েছেন স্থানীয় আশ্রয় কেন্দ্রে । পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে দ্রুতই পানি কমে যে প্রবল স্রোত রয়েছে সেটা কমে আসবে।