কানাডার কুইবেক প্রাদেশিক নির্বাচনে ২ বাংলাদেশি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৮/০৬/২০১৮ , ৯:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাস

কুইবেকের প্রাদেশিক নির্বাচনে এবার লড়ছেন ২জন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান। কনজারভেটিভ পার্টি অব কুইবেক থেকে মোহাম্মদ ইউসুফ এবং মামুন আহমেদ এনডিপির ব্যানারে।
প্রদেশটিতে এই নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ আগামী ১ অক্টোবর। সদ্য হয়ে যাওয়া অন্টারিও প্রাদেশিক নির্বাচনে কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করে। জানা যায়, এই দলের কুইবেক শাখা এবারই নির্বাচন করছে প্রথম এবং ১২৭জন প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, কানাডায় প্রথম কোন বাংলাদেশি হিসেবে অন্টারিও প্রাদেশিক নির্বাচনে স্কারবরো সাউথওয়েস্ট থেকে জয় লাভ করেন ডলি বেগম। ফলে বাংলাদেশিদের মধ্য মূলধারার রাজনীতির বিপুল উৎসাহ সৃষ্টি হয়েছে।