আশুলিয়ায় বাসচাপায় হেলপারের মৃত্যু
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৮/০৬/২০১৮ , ৯:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,ঢাকা বিভাগ,বিভাগীয় সংবাদ

লোটন আচার্য্য, সাভার(ঢাকা ): সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় রায়হান মিয়া ( ২০) নামের অন্য বাসের এক হেলপারের মৃত্যুর ঘটনা ঘটেছে ।
রবিবার (১৭ জুন) রাতে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক আশুলিয়ার কুরগাঁও পুরাতন পাড়া এলাকার রাবির বাসায় ভাড়া থাকতো এবং পাবনা জেলার বেড়া থানার জগন্নাথপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাতে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুকিব হাসান দৈনিক মতপ্রকাশকে জানান,এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।