কানাডার বিপুল উৎসাহে ঈদুল ফিতর পালিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৬/০৬/২০১৮ , ২:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাস

দীর্ঘ এক মাস পবিত্র রমজানের শেষে বিপুল উৎসাহ, আনন্দঘণ পরিবেশে কানাডায় পালিত হলো মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
কানাডার অটোয়া, মন্ট্রিল,ভ্যাংকুভার, টরন্টো, সাসকাচুয়ান, মেনিটোভাসহ বিভিন্ন শহরে বাঙালিসহ অন্যান্য জাতীর মুসলিম সম্প্রদায় সাথে সকালে ঈদের নামাজ আদায় করেন। টরন্টোতে বাঙালি পাড়ায় সব চেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ড্যানফোর্থের ড্যান্টোনিয়া পার্কে। এ সময় ঈদগাহে উপস্থিত হন টরন্টোর মেয়র জন টরি এবং স্থানীয় সিটি কাউন্সিলর জেনেট ডেভিস।
অপরদিকে, ঈদের প্রাক্কালে গতকাল অন্টারিও’র নব নির্বাচিত প্রিমিয়ার প্রিমিয়ার ডাগ ফোর্ডও এবং কানাডার প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো’র এক বার্তায় মুসলিম সম্প্রদায়ের ঈদের শুভেচ্ছা জানান।