বাড়ি ফেরার পথে লাশ হলেন এএসআই মাসুম
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৫/০৬/২০১৮ , ১:০৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,বরিশাল বিভাগ

এনামুল হক বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি :- লঞ্চ থেকে পড়ে নিখোঁজ এএসআই মাসুম বিল্লাহ’র মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুইদিন পর শুক্রবার সকালে পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়ে।
বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, গত বুধবার ঢাকা থেকে আসার পথে রাত ১২টার দিকে লঞ্চ থেকে পড়ে যান এএসআই মাসুম বিল্লাহ। দু’দিন খোঁজাখুঁজির পর আজ তার মরদেহ পাওয়া যায়।
তিনি জানান, নিহত মাসুম বিল্লাহর বাড়ি বাউফলের ধুলিয়া এলাকায়। তিনি ওইদিন ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।
মাসুমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।