ঈদে আসছে গানকবির নতুন গান ‘আসমানের পংখী’
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৪/০৬/২০১৮ , ৪:২৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন

‘আসমানের ঐ পংখীর মতো ডানা থাকতো যদি, ডালে বইসা বন্ধুয়ারে দেখতাম নিরবধি’- গানকবির নতুন এ গানটি ঈদ উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে। বাংলা লোকগানের থিয়েট্রিক্যাল ব্যান্ড হিসেবে গানকবি ইতোমধ্যেই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর আগে ‘জোছনা রাইতে’ ও ‘শহর জীবন’ শিরোনামে এ ব্যান্ডের আরও দুটি মৌলিক গান আজব রেকর্ডস এর ব্যানারে প্রকাশ পেয়েছে।
গানকবি ব্যান্ডে আছেন সাহস, সুদীপ্ত, আকাশ গায়েন, তারেক, পিয়াস ও সোহান। দেশীয় গানে দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি মেলোডি নির্ভর কিছু বিদেশী একোয়েস্টিক যন্ত্রের সমন্বয় দেখা যায় এই ব্যান্ডে। পরিবেশনায় দর্শকদের সাথে তারা এমনভাবে একাত্ম হয়ে যায়, যেন মনে হয় দর্শক নিজেও সেই পরিবেশনারই একজন। এভাবেই তারা সারা দেশে বাংলার ঐতিহ্যবাহী লোকগানকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরছে নতুন প্রয়াসে। আসমানের পংখী গানটি গানকবির ইউটিউব চ্যানেলে দর্শকরা দেখতে পারবেন ।