জয় শাহরিয়ারের নতুন গান ‘সত্যি করে বলো’
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৪/০৬/২০১৮ , ৭:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন

বিনোদন ডেস্কঃ আসন্ন ঈদ উপলক্ষে প্রকাশিত হলো জয় শাহরিয়ারের নতুন গান ‘সত্যি করে বলো।’ প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে প্রকাশিত গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। গানটির মিউজিক ভিডিও দর্শকরা দেখতে পারবেন সংগীতার ইউটিউব চ্যানেলে। ভিডিও পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী। মডেল হিসেবে ছিলেন আজাদ ও লামিয়া। নির্মাণ করেছে আজব কারখানা।
গানটি প্রসঙ্গে জয় বলেন, এবার ঈদে এটাই আমার প্রকাশিত একমাত্র গান। সংগীতার সাথে আমার প্রথম কাজটি শ্রোতাদের ভালো লাগবে বলেই আশা করছি।