হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৩/০৬/২০১৮ , ৬:০৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ রয়েছে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম।
তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার চালু হবে বন্দরের কার্যক্রম।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কর্মকর্তারা এর সত্যতা নিশ্চিত করেছেন।