রংপুর অঞ্চলে এ পর্যন্ত বন্দুকযুদ্ধে ২০ জনের মৃত্যু
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৩/০৬/২০১৮ , ১২:২৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,বিভাগীয় সংবাদ,রংপুর বিভাগ

মঞ্জু হোসেন,রংপুর অফিস:
রংপুর অঞ্চলে এ পর্যন্ত মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে ২০ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র ।
সূত্র জানায় , রংপুর বিভাগের কুড়িগ্রাম,লালমনিরহাট,গাইবান্ধা,রংপুর,নীলফামারী,দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহতরা সকলেই মাদক ব্যবসায়ী। এছাড়াও বন্ধুকযুদ্ধের সময় কমপক্ষে ৩০জন পুলিশও মাদকব্যবসায়ীর গুলিতে আহত হয়। নিহত মাদক ব্যবসায়ীদের মধ্যে রংপুরে ৪জন, কুড়িগ্রামে ১জন, নীলফামারীতে ২ জন, গাইবান্ধায় ২ জন, দিনাজপুরে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৫ জন ও লালমনিরহাটে ১জন। সেই সাথে এ অভিযানে ১ হাজার ৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারও হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে ৮শ ৬৩টি। রংপুর অঞ্চলকে মাদক মুক্ত করতে জিরো টলারেন্স অব্যাহত রাখা হবে এমনটা গণমাধ্যম কে নিশ্চিত করেছেন ডিআইজি খন্দকার গোলাম ফারুখ ।