ইউটিউবে প্রকাশিত হল মিউজিক ভিডিও ‘বেনামে ডাক’
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৩/০৬/২০১৮ , ১১:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন

ঈদকে সামনে রেখে ইউটিউবে প্রকাশিত হল সঙ্গীত শিল্পী পলি শারমিনের নতুন গান ‘বেনামে ডাক’ এর মিউজিক ভিডিও । গানটি লিখেছেন রাফিউজ্জামান রাফি , সঙ্গীত আয়োজন করেছেন রেমো বিপ্লব । সঙ্গীতার ব্যানারে গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এ বাবুল এবং অভিনয় করেছেন সাদিয়া রুবায়েত ও শুভ্র মেহরাজ ।