চট্টগ্রাম রাউজানে ভয়াবহ রুপ নিয়েছে বন্যা পরিস্থিতি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৩/০৬/২০১৮ , ১২:০০ পূর্বাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ

মোঃ আলাউদ্দীন চট্টগ্রাম: রাউজান পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন সহ রাউজানে সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করেছে । গতকালের তুলনায় বন্যার পানি অনেকগুন বেড়ে গেছে বিভিন্ন ইউনিয়নে । রাউজানের বন্যা কবলিত এলাকা সরজমিনে পরিদর্শনে করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। ক্ষতিগ্রস্ত এলাকায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।
এলাকা, চট্টগ্রাম – রাঙ্গামাটি ও কাপ্তাই সড়কের গহিরা থেকে জলিল নগর বাসস্ট্যান্ড পর্যন্ত অংশে প্রবল বেগে গড়িয়ে পরছে পাহাড় থেকে নেমে আসা বন্যারপানি, যে কারনে যান চলাচল রয়েছে সম্পূর্ণ বন্ধ । সবত্রই
আলোচনা হচ্ছে বিগত ৩৫/৪০ বছরের মধ্যে এ ধরনের ভয়াবহ অবস্থা আর হয়নি, যা নজির বিহীন ঘটনা, পৌর এলাকার ও বিভিন্ন ইউনিয়েন অধিকাংশ বাড়ীঘরেই পানি ঢুকেছে । এককথায় রাউজানের মানুষ এখন এক প্রকার অসহায় জীবন যাপন করছেন।এমতাবস্থায় জরুরী ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও অর্থ বরাদ্ধের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।