বাউফলে ইয়াবা সহ দুই মাদক বিক্রেতা আটক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১১/০৬/২০১৮ , ১২:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,বরিশাল বিভাগ

এনামুল হক বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :- পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রবিবার ভোর ৫টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- খোকন হাওলাদারের ছেলে বেল্লাল হোসেন (৪০) ও মোনতাজ প্যাদার ছেলে মনির প্যাদা (৩০)।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বাউফল থানার এসআই মৃণালের নেতৃত্বে পুলিশের একটি টিম কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের বেল্লাল হোসেন ও মনির প্যাদাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বেল্লাল ও মনির দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।