সুষ্ঠু নির্বাচন দিয়ে নিরপেক্ষতা প্রমাণ করার দাবী জানিয়েছেন এন.সি.বি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/০৬/২০১৮ , ৩:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রংপুর বিভাগ

লালমনিরহাট সংবাদ দাতাঃ ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এন.সি.বি)’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আদিতমারী উপজেলার কমলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত লালমনিরহাট জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিবি’র চেয়ারম্যান অধ্যাপক কাজী ছাবের আহাম্মদ (ছাব্বীর) সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন যে, রমজান মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস, আসুন আমরা সকলের প্রতি সদয় হই। সাম্প্রদায়িকতা রোধ করি, সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করনের লক্ষে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের সংগঠন গুলি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। মুক্তিযুদ্ধের চেতনা আজ ভুলুন্ঠিত। জনগনের জান-মালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। অসাম্প্রদায়িক বাংলাদেশ কাগজে আছে বাস্তবে নাই। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়ীক সম্প্রীতির বাংলাদেশ গঠনের লক্ষে গির্জা ও মন্দিরে দায়িত্বপ্রাপ্ত সম্মানিত পাদ্রী ও পুরোহিতগণকে মাসিক সম্মানী ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহন ও রাষ্ট্র কর্তৃক তাদের গীর্জা, মঠ, মন্দির ভিত্তিক ধর্মীয় শিক্ষা ব্যাবস্থা নিশ্চিত করনের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে এক অণন্য দৃস্টান্ত স্থাপনের দাবী জানান সরকারের প্রতি। দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনগণের আজ খুব কষ্ট হচ্ছে। সবকিছুই মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে । মসজিদ ভিত্তিক গণশিক্ষার দায়িত্বে নিয়োজিত ইমাম-মোয়াজ্জিনদের বেতন ভাতা বৃদ্ধি করার দাবী জানান তিনি। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বর্হিভূত হত্যাকান্ড বন্ধে আহ্বানের পাশাপাশি জনগনের ভোটাধিকার নিশ্চিত করনের মাধ্যমে জনগনের কাংখিত সরকার গঠনে, প্রভাব মুক্ত ও সুষ্ঠুভাবে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতেও সরকারের প্রতি জোড়ালো আহবান জানান এনসবি”র চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন এনসিবির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান কাজী মোঃ ইউসুফ আলী চৌধুরী। সম্মেলন শেষে অধ্যাপক মোঃ রেজাউল করিমকে সভাপতি, ডেন্টিস্ট মোঃ আব্দুস সাত্তার কে সিনিয়র সহ-সভাপতি এবং এস.এম আঃ মান্নানকে সেক্রেটারী করে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এন.সি.বি) ৫১ সদস্য বিশিষ্ট লালমনিরহাট জেলা কমিটি ঘোষনা করা হয়।