গাজায় ফের ইসরাইলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০৬/২০১৮ , ৭:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক

গাজা সীমান্তে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ফের গুলি চালিয়েছে ইসরাইল। গতকাল শুক্রবার ইসরাইলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, গতকাল শুক্রবার নিজেদের ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা বিক্ষোভ করে। এই সময় ইসরাইলি বাহিনী গুলি চালায় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে চার ফিলিস্তিনির মৃত্যু হয় যাদের মধ্যে ১৫ বছরের এক বালক ছিল। আহত হয়েছে ৬ শতাধিক। এদের মধ্যে ২৬ জন গুরুতর আহত।

গত ১৫ মে থেকে ফিলিস্তিনিরা এই আন্দোলন চালিয়ে আসছে। আর ইসরাইলি সেনাবাহিনীও গুলি চালিয়ে আসছে। এতে কয়েকশ’ ফিলিস্তিনির জীবন গেছে।