কক্সবাজারের দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৭/০৬/২০১৮ , ১:২৮ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মালুমঘাট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক মো.ভুট্টো (৩০) ও হেলপার শাহাবউদ্দিন (২০) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার বাসিন্দা।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.আলমগীর হোসেন জানান, কেরানীহাট থেকে একটি মিনিট্রাক কক্সবাজার যাচ্ছিল। বৃহস্পতিবার দিবাগত সাড়ে ১২টার দিকে ট্রাকটি মালমুঘাট স্টেশনে পৌছলে বিপরীতমুখি অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যায় মিনিট্রাকের চালক ও হেলপার।তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে নিহতের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।