রংপুরে চিকিৎসকদের ধর্মঘটে চরম দুর্ভোগে রোগীরা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৪/০৬/২০১৮ , ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,বিভাগীয় সংবাদ,রংপুর বিভাগ

মাহাবুবুর রহমান সায়ন , রংপুর : রংপুরের সেন্ট্রাল ক্লিনিকে অস্ত্রোপচারের সময় শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতার চিকিৎসকের নিঃশর্ত মুক্তির দাবিতে অনিদৃষ্টকালের জন্য বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে সকল প্রকার চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসক ও মালিকরা। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। দূর দূরান্ত থেকে ডাক্তার দেখাতে আসা রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি গ্রামের আকতারুল ইসলাম এসেছেন ডাক্তার দেখাতে। এসে জানতে পারেন ধর্মঘটের বিষয়টি। ফলে ডাক্তার দেখাতে না পেরে ফিরে যাচ্ছেন তিনি।
একই অবস্থা কুড়িগ্রামের শিমুলবাড়ি এলাকা থেকে আসা রইচ উদ্দিনের। যাতায়াত ভাড়া যা গেছে সেটাই তার জন্য কষ্টের বলে তিনি জানান।