ধুনটে ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট গ্রেফতার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০৬/২০১৮ , ১১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ

ধুনট (বগুড়া), ০৩ জুন : বগুড়ার ধুনটে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী বায়েজিদ হোসেন (৫০) নামের শীর্ষ এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বায়েজিদ হোসেন মোহনপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
ধুনট থানার এসআই খোকন কুন্ডু এ তথ্য নিশ্চিত করে জানান, বায়েজিদ হোসেন দীর্ঘদিন যাবত ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী, চিকাশী ইউনিয়নের মোহনপুর ও কাজিপুরের পারুলকান্দি এলাকাসহ বিভিন্ন এলাকার নিজ বাড়ী ও ভাড়া বাড়ীতে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট বাইপাস এলাকা থেকে তাকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তবে ইতিপূর্বেও তার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।