শাহজাদপুর পৌর বিএনপি সভাপতি তারিকুল ইসলাম আরিফ গ্রেফতার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০২/০৬/২০১৮ , ৩:৪৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে,এম,তারিকুল ইসলাম আরিফকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার দুপুরে পৌরসদরের তার ছয়আনি পাড়ার বাসভবন থেকে তাকে শাহজাদপুর থানা পুলিশ গ্রেফতার করে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন,কেএম তারিকুল ইসলাম আরিফের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, শাহজাদপুরের জননন্দিত এ বিএনপি নেতা গ্রেফতারের খবরে শাহজাদপুর থানা ও আদালত চত্বরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের ঢল নামে। তাকে এক নজর দেখার জন্য তারা সেখানে ভিড় করে। এ সময় নেতাকর্মীরা তার মুক্তির জোর দাবী জানান। এ ছাড়া সিরাজগঞ্জ জেলা তারেক পরিষদ কেএম তারিকুল ইসলাম আরিফকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি তার নিঃশর্ত মুক্তি দাবী করেছেন।