গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-৩
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ৩১/০৫/২০১৮ , ৭:৪৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের সাতাশিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন, বিকাশ মন্ডল (৪০), মাধবেন্দু সরদার (৫০) এবং রবীন্দ্র সরদার (৫০)। এদের সকলের বাড়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানিয়েছেন, কাশিয়ানী থেকে কিছু শ্রমিক ধান কাটা শেষ করে ট্রাক বোঝাই ধান নিয়ে নিজ এলাকা সাতক্ষীরায় ফিরছিলেন। গ্রামের সরু রাস্তার কারনে ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যায় এবং ২ জন আহত হয়। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।