ঠাকুরগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ ট্যাবলেট হারুন নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৯/০৫/২০১৮ , ১১:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,বিভাগীয় সংবাদ,রংপুর বিভাগ

জেলার হরিপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হারুন অর রশিদ ওরফে ট্যাবলেট হারুন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, হারুন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা আছে। হারুন শীতলপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
মঙ্গলবার ভোরে উপজেলার শীতলপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’ঘটনা ঘটে। নিহত হারুন হরিপুর উপজেলার শীতলপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হরিপুর উপজেলার শীতলপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালান আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ মাদক ব্যবসায়ী হারুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতের বিরুদ্ধে হরিপুর থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।