মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৭/০৫/২০১৮ , ৭:০০ অপরাহ্ণ | বিভাগ: প্রবাস

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে শনিবার এক সড়ক দুর্ঘটনায় ২ জন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু এবং অপর ২ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় ইয়ালোক নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
নিহতরা হলেন ৩৪ ইস্ট বেঙ্গলের (ফরিদপুর) সেনা আরজান হাওলাদার এবং ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারির (রংপুর) সেনা মো. রিপুল মিয়া। দুর্ঘটনায় আহত হওয়া বাংলাদেশের অপর দুই সেনা হলেন- ৩৪ ইস্ট বেঙ্গলের (ফরিদপুর) সেনা মো. জামাল উদ্দিন মোল্লাহ এবং ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারির (নওগাঁ) সেনা মো. মজাহিদুল ইসলাম। এদের সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য।
আহতদের উন্নত চিকিৎসার জন্য মধ্য অফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গগুই শহরে স্থানান্তর করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাটালিয়ন ২০১৪ সালের অক্টোবর থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। ঐ দেশে নিয়োজিত অন্যান্য বাংলাদেশী শান্তিরক্ষীগণ নিরাপদে আছেন।