দক্ষিণখানে ২৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ২
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৪/০৫/২০১৮ , ৩:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,রাজধানী জুড়ে

রাজধানীর দক্ষিণখান থেকে সাপের বিষসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন- আবদুস সামাদ ও জিএম জাহাঙ্গীর। গতকাল বুধবার বিকালে এ অভিযান চালানো হয়। এ সময় তিনটি কাঁচের জার (একটিতে ছিল সাপের বিষ), একটি দেশীয় ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। জব্দ করা সাপের বিষের দাম ২৫ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব ।
র্যাব-১০ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা বিদেশ থেকে অবৈধভাবে সাপের বিষ আমদানি করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখে। গোপন খবরের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে অভিযান চালায় র্যাব। জব্দ করা জারগুলোর একটিতে ধুসর রঙের পাউডার, একটিতে সাদা রঙের দানাদার পদার্থ এবং অপরটিতে কথিত কোবরা সাপের বিষ ছিল। গ্রেফতার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে।