জিইসি মোড়ে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৮/০৫/২০১৮ , ২:১৩ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ

চট্টগ্রাম: নগরের জিইসি মোড়ে ট্রাকচাপায় বেসরকারি জননী সিকিউরিটিজের নিরাপত্তাকর্মী জয়নাল আবেদিন (৫০) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ মে) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু জানান, দ্রুতগামী ট্রাকটির চাকা ওই নিরাপত্তাকর্মীর গলার ওপর দিয়ে চলে গেছে। ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফ্লাইওভার নির্মাণে চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের সিকিউরিটি অফিসার এমকে রায় জানান, সাদিয়া’স কিচেনের সামনে নোয়াখালী-শ ১১-০০২৭ নম্বরের ট্রাকের নিচে চাপা পড়ে জয়নাল আবেদিন নামে ওই সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। তিনি জননী সিকিউরিটিজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ম্যাক্সের অধীনে কাজ করতেন।