পবিত্র মাহে রমযান উপলক্ষে গোদাগাড়ীতে বর্ণাঢ্য র্যালী
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০৫/২০১৮ , ১২:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে পবিত্র মাহে রমযান আগমন উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সারাদেশ ব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন গোদাগাড়ী শাখার অায়োজনে বুধবার বেলা ১০ টার সময় বিভিন্ন সচেতনতামূলক ব্যানার নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা শাপলা চত্বর থেকে শুরু হয়ে পৌর সদরের শহীদ ফিরোজ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল আকতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান ইসহাক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস,ইসলামিক ফাউন্ডেশন গোদাগাড়ী শাখার সুপারভাইজার আব্দুল ওয়াদুদ,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ সকল মসজিদের ইমামগণ প্রমুখ।