অপপ্রচারের জবাব দিলেন আদিত্য নন্দী
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৬/০৫/২০১৮ , ৮:১২ অপরাহ্ণ | বিভাগ: ফেসবুক থেকে

বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব নির্ধারণ নিয়ে চলছে নানান হিসেব । এদিকে শীর্ষ দুই পদের জন্য এগিয়ে থাকাদের নিয়ে বেনামি কিছু অনলাইন পত্রিকা অপপ্রচারে লিপ্ত হয়েছে । অপপ্রচারের জবাবে এবার মুখ খুললেন সভাপতি পদের জন্য এগিয়ে থাকা আদিত্য নন্দী । আদিত্য তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেনঃ
*বলতে দ্বিধা বা লজ্জা নাই, নিজের খরচ চালানোর জন্য এখনও টিউশনি করছি। আর সেই আমি হয়ে গেলাম একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক?
আমার বন্ধুর ব্যবসাকে আমার নিজের ব্যবসা বলে চালিয়ে দেওয়া হলো। আমার বন্ধুর নাম এস এম তারিকুর রহমান। যে অপপ্রচার চালিয়েছিলেন, সে হিসাবে মিলিয়ে নিন:
তারিকুর রহমানের এর ট্রেড লাইসেন্স অনুযায়ী বসবাসের ঠিকানা- “উত্তরার ১২ নম্বর সেক্টর, ১৩ নম্বর রোড এর ৪৪ নং বাড়ির ২য় তলা ও ব্যবসায় প্রতিষ্ঠানের ঠিকানা রয়েছে- ৩২সি, ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার, সেক্টর-৩, উত্তরা, ঢাকা- ১২৩০। এবং প্রতিষ্ঠানের নাম রয়েছে- ‘এক্সেক্ট টেক্সটাইল সল্যুশন’।”
*ঢাকা বিশ্ববিদ্যালয় এর ট্যুরিজম & হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে বিবিএ পাশ করেছি। সকল ডকুমেন্ট আমার বিভাগ, রেজিস্টার বিল্ডিং, জগন্নাথ হল অফিস কক্ষে খোঁজ নিলেই জানা সম্ভব। কিন্তু আমাকে বানিয়ে দেয়া হলো আমি অছাত্র! আমি পাশ করতে পারি নাই। বানানো হলো ‘ফেলু আদিত্য’! আচ্ছা বলুন তো, জীবনের সাথে যুদ্ধ করা আমার সম্পর্কে এই মিথ্যা সংবাদে আমার বাবা-মায়ের কেমন লেগেছে? অসুস্থ প্রতিযোগিতায় নেমে আমাকে ঘায়েল করতে এমন মিথ্যা তথ্য দিয়ে কেন বাবা-মাকে কষ্ট দিলেন, বলতে পারেন?
*আমাকে বানানো হচ্ছে বিবাহিত! যে মেয়েকে জড়িয়ে আমাকে বিবাহিত বলা হচ্ছে, সেই মেয়েটির বিবাহিত জীবনকে কেন আপনারা বিষিয়ে তুলছেন? তার স্বামী আছে, সংসার আছে, নতুন পরিবার-পরিজন আছে; তাকে কেন একটা বিব্রতকর অবস্থায় ফেলছেন, বলতে পারেন? আপনাদের এমন মিথ্যা প্রোপাগান্ডায় আমি আমার বাবা-মায়ের কাছে ছোট হয়েছি, দাদার কাছে ছোট হয়েছি। তারা কিছুই বলেনি, শুধু বলেছে- তুই কি সত্যিই বিয়ে করেছিস? আমি কি বলবো? আমার ভেজা-ভারি গলা তাদেরকে সত্যটা জানিয়ে দিয়েছে। তবু বলেছি, পারলে আমাকে বিয়ে দিয়ে দাও; তবেই তো বিশ্বাস করবে আমি আগে বিয়ে করি নাই!
* আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, আমি নাকি ‘মাতাল’! এই বিশ্ববিদ্যালয়, এই জগন্নাথ হল, এই ছাত্রলীগ এর নেতাকর্মীরা; তোমরা তো জান, আমি কেমন, আমি কি?
ফেসবুক ও দু’একটি অনলাইনে আমাকে নিয়ে এধরণের অপপ্রচার জেনে-শুনে আমার বাবা-মা, দাদা, অাত্মীয়-স্বজন মানসিকভাবে আজ বিপর্যস্ত। তারা কষ্ট পেয়েছে, কিন্তু আমি কি তারা জানে। তারা আমাকে সাহস যোগাচ্ছে। শুধু বলেছে, মনোবল হারাবি না। সত্যের জয় হবেই। এসব অপপ্রচার, গুজবে আমি মোটেও বিপযর্স্ত নই, বিচলিত নই বরং শক্তি পাচ্ছি। প্রিয় নেত্রীর মুখ থেকে বঙ্গবন্ধু’র সেই অনুপ্রেরণার বাণী আমি শুনেছি। সেটি হচ্ছে-“যে গাছ ফল দেয়, সেই গাছে ঢিল পড়ে”।
পরিশেষে, অপপ্রচাকারীদের উদ্দেশ্যে শুধু বলবো-“এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর”।