ভালুকায় নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৬/০৫/২০১৮ , ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ: ভালুকা উপজেলায় লাভলি আক্তার নামে এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ৯টায় উপজেলার মাস্টারবাড়ি এলাকা থেকে ওই নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লাভলি ময়মনসিংহের গৌরিপুর উপজেলায় ওয়াহিদুল ইসলামের স্ত্রী।
ভালুকা মডেল থানার এসআই হারুন-অর-রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাভলি মাস্টারবাড়ির একটি গার্মেন্টসে কাজ করতেন। মঙ্গলবার দুপুরে লাভলি কর্মস্থল থেকে এসে ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরুজ তালুকদার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।