নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপির মিথ্যাচার: নানক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৫/০৫/২০১৮ , ১:৩৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই বিএনপি ধারাবাহিক মিথ্যাচার করছে। আসলে এটা তাদের জন্মগত অভ্যাস। খুলনার জনগণ স্বাধীনভাবেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, রিজভী সাহেব সকাল থেকেই ভোট গ্রহণের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন তুলছেন এবং খুলনার এই অবাধ শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিডিয়ার সামনে নানাবিধ গুজব রটাচ্ছেন।
ভোটে জনগণ নৌকা মার্কার প্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিপুল ভোটে জয়ী করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবদুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল, শামসুন্নাহার চাঁপা প্রমুখ।