ফতুল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/০৫/২০১৮ , ৭:৪৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ
নারায়ণগঞ্জ ফতুল্লার একটি ডোবা থেকে অজ্ঞাত যুবকের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার টাগাড়পাড় আলামিন নগরের রাস্তার পাশের একটি পরিত্যাক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের (পিপিএম) জানান, লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। তার শরীরের কোথাও আঘাতের দাগ নেই। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।